Ticker

6/recent/ticker-posts

Header Ads Widget

Responsive Advertisement

যুক্তরাজ্যের সঙ্গে ফ্লাইট বন্ধ রাখার সুপারিশ

 

নতুন স্ট্রেইনের করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে যুক্তরাজ্যের সঙ্গে আকাশপথে যোগাযোগ সাময়িকভাবে বন্ধ রাখার সুপারিশ করেছে স্বাস্থ্য মন্ত্রণালয়–সম্পর্কিত সংসদীয় কমিটি।
বুধবার জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত সংসদীয় কমিটির বৈঠকে এই সুপারিশ করা হয়। সেই সঙ্গে করোনাকালে মাস্ক কেলেঙ্কারির মতো ঘটনা যাতে টিকার ক্ষেত্রে না ঘটে, সে বিষয়ে সতর্ক থাকতে বলেছে কমিটি। এ জন্য সরকারের সম্পূর্ণ নিয়ন্ত্রণে রেখে জেলা সরকারি হাসপাতাল এবং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মাধ্যমে করোনাভাইরাসের টিকা দেওয়ার সুপারিশ করেছে কমিটি।
দীর্ঘ ৯ মাসের বেশি সময় পর বুধবার বৈঠকে বসে স্বাস্থ্যের সংসদীয় কমিটি।
বুধবার জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত সংসদীয় কমিটির বৈঠকে এই সুপারিশ করা হয়। সেই সঙ্গে করোনাকালে মাস্ক কেলেঙ্কারির মতো ঘটনা যাতে টিকার ক্ষেত্রে না ঘটে, সে বিষয়ে সতর্ক থাকতে বলেছে কমিটি। এ জন্য সরকারের সম্পূর্ণ নিয়ন্ত্রণে রেখে জেলা সরকারি হাসপাতাল এবং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মাধ্যমে করোনাভাইরাসের টিকা দেওয়ার সুপারিশ করেছে কমিটি।
দীর্ঘ ৯ মাসের বেশি সময় পর বুধবার বৈঠকে বসে স্বাস্থ্যের সংসদীয় কমিটি।
বুধবার জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত সংসদীয় কমিটির বৈঠকে এই সুপারিশ করা হয়। সেই সঙ্গে করোনাকালে মাস্ক কেলেঙ্কারির মতো ঘটনা যাতে টিকার ক্ষেত্রে না ঘটে, সে বিষয়ে সতর্ক থাকতে বলেছে কমিটি। এ জন্য সরকারের সম্পূর্ণ নিয়ন্ত্রণে রেখে জেলা সরকারি হাসপাতাল এবং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মাধ্যমে করোনাভাইরাসের টিকা দেওয়ার সুপারিশ করেছে কমিটি।
দীর্ঘ ৯ মাসের বেশি সময় পর বুধবার বৈঠকে বসে স্বাস্থ্যের সংসদীয় কমিটি।



করোনাকালে এর আগে মাত্র একটি বৈঠক করেছিল এই কমিটি। এ সময়ে স্বাস্থ্য খাতে নানা দুর্নীতির অভিযোগ উঠলেও এই কমিটি ছিল নীরব। এ কারণে সমালোচনা হয়েছিল। অবশ্য গতকালের বৈঠকেও দুর্নীতির অভিযোগ নিয়ে কোনো আলোচনা হয়নি।

বৈঠক শেষে কমিটির সভাপতি শেখ ফজলুল করিম সেলিম সাংবাদিকদের বলেন, করোনার কারণে এত দিন বৈঠক হয়নি। তবে সদস্যদের নিজেদের মধ্যে যোগাযোগ ছিল। তিনি বলেন, বৈঠকে করোনার টিকা নিয়ে আলোচনা হয়েছে। টিকা নিয়ে যাতে কোনো কেলেঙ্কারি না হয়, সে জন্য পুরোপুরি সরকারি ব্যবস্থাপনায় টিকা দেওয়ার ব্যবস্থা করতে বলা হয়েছে। টিকা সংরক্ষণের ব্যবস্থা আগে থেকেই নিশ্চিত করতে হবে।

শেখ সেলিম বলেন, প্রথমে যেসব টিকা আসছে, সেগুলো শিশুদের দেওয়া যাবে না। শিশুদের উপযোগী করোনার টিকা যাতে বাংলাদেশ প্রথম থেকেই পায়, সে জন্য পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে করোনাভাইরাসের টিকা উৎপাদনকারীদের সঙ্গে যোগাযোগ রাখতে বলা হয়েছে।

শেখ সেলিম আরও বলেন, গত ২৪ মার্চ কমিটির বৈঠকে করোনাভাইরাস মোকাবিলায় প্রস্তুতি নিয়ে আলোচনা হয়েছিল। কিন্তু সংক্রমণ শুরু হওয়ার পর প্রাথমিক প্রস্তুতিতে ঘাটতি দেখা গিয়েছিল। মাস্ক নিয়ে কেলেঙ্কারি হয়েছে। তবে এখন সবকিছু ‘অর্গানাইজ’ হয়েছে।

শেখ সেলিম বলেন, যুক্তরাজ্যে করোনার যে নতুন স্ট্রেইন পাওয়া গেছে, তাতে শিশুরা বেশি আক্রান্ত হচ্ছে। কমিটি মনে করে, যুক্তরাজ্যের সঙ্গে আপাতত ফ্লাইট বন্ধ রাখা দরকার। বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সঙ্গে কথা বলে সাময়িকভাবে ফ্লাইট বন্ধ রাখার ব্যবস্থা নিতে বলা হয়েছে।

শেখ ফজলুল করিম সেলিমের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক, মুহিবুর রহমান মানিক, মো. আবদুল আজিজ, সৈয়দা জাকিয়া নুর, রাহগির আলমাহি এরশাদ ও মো. আমিরুল আলম বৈঠকে অংশ নেন।

Post a Comment

0 Comments